প্রভাত যুব কল্যাণ সংস্থার পরিচিতি ও কার্যক্রম

আসসালামু আলাইকুম,আমাদের আজকের এই আর্টিকেলে জানতে পারবেন আমাদের "প্রভাত যুব কল্যাণ সংস্থার" পরিচিতি ও কার্যক্রম বিষয়ে।আপনারা আরো জানতে পারবেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জীবনের মান উন্নয়নের জন্য কি কি কার্যক্রম আমরা নিচ্ছি বা নিবো।
                                                ছবিঃ সভা চলাকালিন দৃশ্য

২৮ মে ২০২৪ গোদাগাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ক আলোচনা করা হয়।আরো আলোচনা করা হয় কোন পদক্ষেপ গুলো নিলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা রক্ষা করা যায়। প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক সুযোগ-সুবিধা ও অধিকার থাকে সেই সুযোগ সুবিধা ও অধিকার থেকে প্রতিবন্ধী ব্যক্তি যেন বঞ্চিত না হয় সে বিষয়েও আলাপ আলোচনা করা হয়।

উক্ত সভা আয়োজন করে,
গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়

সার্বিক সহযোগিতায়,
সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (CSID) এবং "প্রভাত যুব কল্যাণ সংস্থা"

আমাদের "প্রভাত যুব কল্যাণ সংস্থা" প্রতিবন্ধী ব্যক্তি ছাড়াও দরিদ্র,ও সমাজের বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। এছাড়াও আসহায়, স্বামী পরিত্যক্তা, বিধবা ব্যক্তিদের নিয়ে কাজ করে চলেছে প্রভাত যুব কল্যাণ সংস্থা।


শেষ কথা
আসুন আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।তাদেরও ইচ্ছা আছে সমাজে সকলের সাথে মিলেমিশে চলার।

Post a Comment

0 Comments