ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ।
সমাজের অসহায়,দরিদ্র,সুবিধা বঞ্চিত মানুষ যেনো খুশির সাথে ঈদ উদযাপন করতে পারে,তাই "প্রভাত যুব কল্যাণ সংস্থা"র পক্ষ থেকে সেমাই চিনি উপহার। ধনী,গরীব,অসহায়,দরিদ্র, প্রতিটা মানুষেরই ইচ্ছে করে বছরে একটা দিন নতুন পোশাক পরে,সেমাই খেয়ে ঈদের নামাজ পড়তে যাবে।
কিন্তু দারিদ্রতার কারণে সেই ইচ্ছে পূরণ হই না।আমাদের প্রভাত যুব কল্যাণ সংস্থা সেই ইচ্ছে পুরণের কিছুটা চেষ্টা করেছে সেমাই,চিনি উপহার দিয়ে।সেই সাথে সামর্থ অনুযায়ী নতুন পোশাক উপহার দিয়ে মুখে হাসি ফুটানোর ক্ষুদ্র প্রচেষ্ট।
সেমাই চিনি উপহার দেওয়ার সামান্য কিছু দৃশ্যপট
0 Comments