সমাজের সুবিধা বঞ্চিত, অসহায়,দরিদ্র মানুষের পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের নিয়েও কাজ করছে "প্রভাত যুব কল্যাণ সংস্থা" ০৮/০৬/২০২৪ প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের সাথে এক মতবিনিময় সভা করা হয়, ও প্রতিবন্ধী শিশুদের যত্নের বিষয়গুলো তুলে ধরা হয়।
সমাজে প্রতিবন্ধী শিশুদের অনেকটাই হেয় করে দেখা হয়।তাদেরকে প্রায় অবহেলা করা হই।কিন্তু আমরা জানি না অনেক প্রতিবন্ধী শিশুর মেধা,দক্ষতা দিন দিন বিকাশ পাচ্ছে।আমরা অনেক সময় অনেক পত্রিকাতে,টিভি চ্যানেলে দেখে থাকি প্রতিবন্ধী হওয়া সত্বেও জীবনে সফলতা অর্জন করে।
প্রতিবন্ধী সমাজের বোঝা নয়।বরং উপযুক্ত পরিবেশ যত্ন পেলে দক্ষতা,মেধা ও সঠিক প্রশিক্ষণ এর মাধ্যমে তারাও সমাজের ও দেশে সম্পদ হয়ে উঠতে পারে।
সমাজের সুবিধা বঞ্চিত,অসহায়,দরিদ্র,প্রতিবন্ধী মানুষের পাশে আছে "প্রভাত যুব কল্যাণ সংস্থা"
আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়ায়।
খন্ডকালিন চিত্র
0 Comments